আমাদের সম্পর্কে

দারুল এহসান ক্যাডেট মাদ্রাসা — আধুনিক ও ইসলামিক শিক্ষার সমন্বিত একটি শিক্ষা প্রতিষ্ঠান।

আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য

আমাদের মূল লক্ষ্য হল আধুনিক শিক্ষার পাশাপাশি কুরআন ও হাদিসের শিক্ষার মাধ্যমে একটি নৈতিক ও সুশৃঙ্খল প্রজন্ম গড়ে তোলা। আমরা চাই শিক্ষার্থীরা বিশ্বমানের জ্ঞান অর্জনের পাশাপাশি ইসলামের আলোকে নৈতিক শিক্ষা লাভ করুক।

✍️ একাডেমিক শিক্ষা

আমরা বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞানসহ সকল বিষয়ের মানসম্মত শিক্ষা প্রদান করি।

📖 ইসলামিক শিক্ষা

আমাদের মাদ্রাসায় নূরানী, নাজেরা, হিফজুল কুরআন এবং মাসালা-মাসায়েল শিক্ষার সুব্যবস্থা রয়েছে।

💻 প্রযুক্তিগত শিক্ষা

প্রতিটি শিক্ষার্থীর জন্য কম্পিউটার শিক্ষা বাধ্যতামূলক, যাতে তারা প্রযুক্তির সাথে এগিয়ে যেতে পারে।

🏆 নিয়মিত মূল্যায়ন

সাপ্তাহিক, মাসিক ও সেমিস্টার পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের মূল্যায়ন করা হয়।

আমাদের ভিশন ও মিশন

আমরা চাই প্রতিটি শিক্ষার্থী নৈতিক, সামাজিক ও একাডেমিক দিক থেকে শ্রেষ্ঠত্ব অর্জন করুক। ইসলামিক শিক্ষার পাশাপাশি তাদের আধুনিক জ্ঞানে সমৃদ্ধ করা আমাদের প্রধান উদ্দেশ্য।

Founder Image

প্রতিষ্ঠাতা পরিচালক

হাফেজ মাওলানা কাজী মোঃ হাফিজ উদ্দিন

এডুকেশন

  • এম.এ (কামিল)
  • বি.এস.সি (গণিত) জাঃ বিঃ
  • এস.পি.এস.এস (ঢাঃ বিঃ)
  • এল.এল.বি (জা: বি:)
  • পি.জি.ডি.আই.টি (জা: বি:)
  • এম.এস.এম (অধ্যয়নরত) জাঃ বিঃ

প্রতিষ্ঠাতা পরিচালক, হাফিজ উদ্দিনের নেতৃত্বে আমাদের প্রতিষ্ঠান শিক্ষা ক্ষেত্রে এক নতুন দিগন্ত উন্মোচন করছে।